অবশেষে দাবী বাস্তবায়িত
গোমতী জেলা হাসপাতালে দুটি এম্বুলেন্স প্রদান করার জন্য দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছেন স্থানীয় বিধায়ক থেকে শুরু করে উদয়পুরবাসী ৷ অবশেষে সেই দাবী বাস্তবায়িত হল ৷ বুধবার গোমতী জেলা হাসপাতালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা’র হাতে দুটি এম্বুলেন্সের চাবি তুলে দিলেন OTPC কর্তৃপক্ষ ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার,বিধায় রামপদ জমাতিয়া, গোমতী জেলার জেলাশাসক গোভীকায় ময়ূরাতী লাল, পুলিশ সুপার অজিত প্রতাপ সিং, OTPC এর এমটি ও গোমতী জেলা হাসপাতালের এম এস সহ আরো অনেকেই ৷ অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ও OTPC ‘র এই উদ্যোগের ভূয়ষী প্রশংসা করেন ৷ এদিকে OTPC’র এই ধরনের ভূমিকায় খুশি উদয়পুরবাসী ৷ এদিন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বললেন,’স্বাস্থ্যসেবা বর্তমান রাজ্য সরকারের একটি অগ্রাধিকার খাত ৷ হাসপাতালে রোগীরা যাতে স্বাচ্ছ্যন্দ বোধ করেন তার জন্য আমরা বিভিন্ন সুযোগ সুবিধা বিকাশের লক্ষ্যে কাজ করছি’ ৷