গোমতী জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ
সম্প্রতি টেপানীয়া পার্কে নাবালিকা ধর্ষণের ঘটনার প্রতিবাদে শনিবার এবিভিপি-এর সমর্থিত ছাত্রছাত্রীরা বিক্ষোভে শামিল হয় ৷ এদিন তারা গোমতী জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় ৷ জেলা পুলিশ সুপারের উদ্দেশ্যে শ্মারক লিপি তুলে দেয় ৷
উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য কমিটির সম্পাদক সঞ্জিত সাহা সহ অন্যান্যরা ৷ সঞ্জিত সাহা জানান গণধর্ষণের ঘটনা সংগঠিত হওয়ার পর এখন পর্যন্ত পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের কোনো উদ্যোগ গ্রহণ করছে না ৷
পুলিশ চাইলে তাদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে পারে ৷ কিন্ত পুলিশের নিস্ক্রীয় ভূমিকা অত্যন্ত নিন্দাজনক ৷ অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেয় তারা ৷
উল্লেখ্য, নাবালিকাকে পার্কে নিয়ে তিন যুবক গণধর্ষণ করেছে বলে অভিযোগ ৷ গত বুধবার অভিযুক্ত সোহেল মিঞা নাবালিকা মেয়েটির সাথে দেখা করবে বলে ফোন করে বলে ৷ সে মোতাবেক নাবালিকা মেয়েটি বাড়িতে কাউকে কিছু না জানিয়ে টেপানীয়া ইকো পার্কে চলে যায় দেখা করার জন্য ৷ সেখানে গিয়ে দেখতে পায় তিন যুবক তার জন্য ইকো পার্কে অপেক্ষা করছে ৷
তাদের আচরণে কিছুটা সন্দেহ হয় নাবালিকা মেয়েটির ৷ এ বিষয়ে বুঝতে পেরে মেয়েটি বাড়িতে চলে আসার চেষ্টা করলে তিন অভিযুক্ত তাকে ধারালো ছুরি দেখিয়ে নির্জোন জায়গাতে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করে ৷ পরবর্তীতে মেয়েটিকে রাজারবাগ এলাকায় গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় তিন যুবক ৷