গোপালপুর এলাকায় ৪ দিন যাবৎ বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় সড়ক অবরোধ করে স্থানীয় এলাকার গ্রামবাসীরা।।
উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত মহকুমার বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলোতে হালকা বৃষ্টিপাতে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে পড়ে এহেন পরিস্থিতিতে গোপালপুর এলাকার গ্রামবাসীরা ও বিদ্যুৎ পরিষেবা থেকে চার দিন যাবৎ বঞ্চিত থাকেন।। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় ১৭ ই জুন শনিবার মধ্যরাতে ১০.৩০ নাগাদ শান্তিপুর এলাকায় গোপালপুরের গ্রামবাসীরা সড়ক অবরোধ করে।। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে পুলিশ দীর্ঘক যাবৎ আলোচনা হয় দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে পরে আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা।।