গোটা দেশে এসময় সবচাইতে আলোচিত সিনেমার নাম ‘দ্যা কেরালা স্টোরি’ ৷ এই সিনেমা ঘিরে ইতিমধ্যে যুক্তি তর্ক বিতর্কের ঝড় বয়ে চলেছে ৷ দেশের কয়েকটি সিনেমা হলে এই ছবি প্রদর্শনে নিষেধাজ্ঞা জাড়ি করা হয়েছে ৷
শনিবার আগরতলা রুপসী সিনেমা হলে রাজ্যের মন্ত্রীসভার সকল সদস্যদের সাথে নিয়ে ‘দ্যা কেরালা স্টোরি’ সিনেমাটি দেখলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ৷ ‘দ্যা কেরালা স্টোরি’ সিনেমাটি যারা তৈরি করেছেন তাদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ৷ তিনি বলেন প্রত্যেক ছাত্রছাত্রীদের এই সিনেমা অবশ্যই দেখা উচিত এবং এর বিরুদ্ধে গর্জে ওঠা উচিৎ বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ৷
এদিন কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন, ‘রাজনীতিতে হার জিত তো থাকবেই ৷ কর্ণাটকে বিজেপি খারাপ ফলাফল করেনি , ভালই ফলাফল করেছে বিজেপি ৷ আগামীদিন যাতে ফলাফল আরো ভাল হয় তারজন্য বিজেপি পার্টি অবশ্যই চিন্তাভাবনা করবে ৷ বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে ৷ বিরোধীদলের নেতাকর্মীরা বলে গণতন্ত্র নেই ৷ যদি গণতন্ত্র না থাকতো তাহলে কর্ণাটকে কংগ্রেস কি করে জিততো ৷ ত্রিপুরাতে বিগত ২৫ বছরের সিপিআইএম সরকারের শাসনকালে যেমন অবস্থা হয়েছিল, এখন পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের আমলে ঠিক একই অবস্থা চলছে’ ৷