এক গৃহবধূকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘুমন্ত অবস্থায় খুন করা হয় বলে অভিযোগ। মৃত গৃহবধূর নাম মনিকা দেববর্মা।ঘটনা কমলপুর থানাধীন দুরাই শ্যামরাইছড়া এলাকায়। অভিযুক্তের নাম অনিল দেববর্মা। পরবর্তী সময়ে থানায় গিয়ে আত্মসমর্পন করে অভিযুক্ত স্বামী।