গরুপাচার মামলায় এবার গ্রেফতার তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের মেয়ে সুকন্যা মন্ডল ৷
বাবা গ্রেফতার হয়েছিল আগেই ৷ এবার গ্রেপ্তার হলেন অনুব্রত মন্ডলের মেয়ে সুকন্যা মন্ডল ৷ বুধবার সন্ধ্যায় ইডি(ED) গ্রেফতার করে তাঁকে ৷ এই মামলায় আট মাস আগে গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল ৷ তারপর থেকেই সুকন্যাকে তবল করা হচ্ছিল ৷ প্রথমবার হাজিরা দিলেও, পরে নানা অছিলায় হাজিরা এড়িয়ে যায় সুকন্যা ৷ বুধবার সকালেই ডেকে পাঠানো হয় অনুব্রত-কন্যাকে ৷ চলে টানা জেরা ৷ তারপর সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় তাঁকে ৷ ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় অসহযোগিতা করেছিলেন সুকন্যা ৷