গ্রীস্মের তাপ প্রবাহে ক্লান্ত পথচারীদের মধ্যে Earth Key Foundation সংস্থার উদ্যোগে ‘মিশন তৃষ্ণা’ নামে একটি সামাজিক কর্মসূচীর আয়োজন করা হয় ৷ এদিন পথচারীদের মধ্যে পানীয় জল এবং সরবত বিতরণ করা হয় ৷ধর্মনগর কালীবাড়ি দীঘির পশ্চিম পাড়ে এই কর্মসূচীর আয়োজন করা হয় ৷ সকলের মিলিত প্রচেষ্টায় নেওয়া এই উদ্যোগটি সত্যিই প্রশংসনীয় ্্