গভীর রাতে নাশকতার আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রায় ১৯টি দোকান। ঘটনা বিশালগড় থানাধীন নেহালচন্দ্র নগর বাজারে। রাতে বাজারের আশপাশের লোকজন আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে। খবর পেয়ে বিশালগড় অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে ছুটে গেলেও ততক্ষণে দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতি প্রায় ৩০ লক্ষ টাকা আনুমানিক হবে। অপরদিকে এই ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ছুটে আসেন বিধায়ক সুশান্ত দেব, ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার সভাপতি নবাদল বনিক। এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত দের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।