রবিবার রাতে এক ব্যাংক কর্মীর বাড়িতে ডাকাতির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল । ঘটনাটি ঘটেছে রাজধানীর আড়ালিয়া এলাকায়। বাসিন্দাদের অভিযোগ, রবিবার রাত দেড়টার নাগাদ চারজনের একটি ডাকাতের দল ব্যাংক কর্মী রাজেশ দেশের বাড়িতে হানা দেয়। ঘরের দরজা ভেঙে ব্যাংক কর্মী রাজেশ দাসকে এবং তার স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুলে বলে ঘরের স্বর্ণালংকার এবং নগদ অর্থ দেওয়ার জন্য। ভয় পেতে ডাকাতদের হাতে সমস্ত স্বর্ণালংকার ও টাকা পয়সা তুলে দেন তিনি। ডাকাতের দল দাবি করে ঘরে নাকি আরো স্বর্ণালঙ্কার রয়েছে বলে তাদের কাছে খবর রয়েছে। সেগুলো দেওয়ার জন্য বলে। কিন্তু ঘরে আর কোন টাকা পয়সা এবং স্বর্ণালংকার নেই বললে দম্পতির মাথায় আঘাত করে হাত পা বেঁধে ঘরের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। হুমকি দেয় যদি এই বিষয়ে পুলিশকে কোন কিছু জানানো হয় তাহলে তারা পুনরায় এসে প্রাণে মেরে ফেলবে দম্পতিকে। পরবর্তী সময়ে দম্পতি খবর দেয় পূর্ব থানায়। পুলিশ আক্রান্ত ব্যাংক কর্মী রাজেশ দাস এবং তার স্ত্রী বর্ণালী মজুমদারের অভিযোগ মূলে তদন্ত শুরু করেছে।