গভীর জঙ্গল থেকে উদ্ধার দেশি গাঁদা বন্দুক ৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়ার বালুছড়া এলাকার গভীর জঙ্গলে ৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয় ৷
সংবাদ সূত্রে জানা যায়, রবিবার সকাল নাগাদ তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়ার বালুছড়া এলাকার গভীর জঙ্গলে এলাকাবাসীরা যখন লাকরী সংগ্রহ করতে যায়, তখন তাদের নজরে আসে একটি দেশী গাঁদা বন্দুক জঙ্গলে পরে রয়েছে ৷ তৎক্ষনাৎ এলাকাবাসীরা এই খবর দেয় তেলিয়ামুড়া থানার পুলিশকে ৷ ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার এসআই রামকৃষ্ণ দাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং গভীর জঙ্গল থেকে সেই দেশী গাঁদা বন্দুকটি উদ্ধার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে ৷