বিক্ষোভ এবারে হামলায় পরিনত হল! খোয়াই বিদ্যুৎ নিগমের বাইরে হামলা প্রদর্শন করলেন সেখানকার এলাকাবাসীরা এবং এই হামলার জেড়ে পালিয়ে বাঁচতে হল কর্মীদের !
খোয়াই বিদ্যুৎ নিগম কার্যালয়ে ক্ষুদ্ধ লোকজন, তারা তান্ডব চালায় ৷
রবিবার খোয়াই শহর এবং তার আশপাশ এলাকায় ঝড়ো বাতাস এবং হালকা বৃষ্টিপাত হয় ৷ আর তাতেই বিপর্যস্ত হয়ে পড়ে খোয়াই শহরের বিদ্যুৎ পরিষেবা ৷
বিদ্যুৎ নিগমের সাথে ফোনে যোগাযোগ করা সত্যেও সদোত্তর না পেয়ে এলাকাবাসীরা রাত প্রায় সাড়ে দশটা নাগাদ বিদ্যুৎ নিগম কার্যালয়ে এসে উপস্থিত হয় ৷ কার্যালয়ে কার্যকর্তাদের না পেয়ে কার্যালয়ে ভাঙচূড় চালায় এলাকাবাসীরা ৷
এলাকাবাসীর হাতে আক্রান্ত হন গ্রুপ ডি কর্মচারী সজল সরকার সহ আরো অন্যান্য কর্মচারীরা ৷
বাকিরা প্রান বাঁচাতে পালিয়ে যান বলে খবর ৷
এই ঘটনা নিয়ে বিদ্যুৎ নিগম কার্যালয়ের খোয়াই ডিভিশনের সিনিয়র ম্যানেজার দেবেশ দেববর্মা খোয়াই থানায় একটি মামলা করেছেন ৷