আগামী ২৮-২৯ আগষ্ট বিজেপি সর্বভারতীয সভাপতি জে পি নাড্ডা ত্রিপুরা সফরে আসছেন। তাঁর সফরকালে খুমলুং-এ হবে ঐতিহাসিক জনসভা। আজ খুমলুং এ জনসভাস্থলটি পরিদর্শন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। জনসভার মঞ্চ নির্মাণ সহ অন্যান্য প্রস্তুতিমূলক কাজগুলো খতিয়ে দেখেন তিনি । সাথে ছিলেন ভারতীয় জনতা পার্টির আসাম ও ত্রিপুরা প্রদেশের দ্বায়িত্বপ্রাপ্ত সংগঠন মন্ত্রী ফনীন্দ্র নাথ শর্মা, মন্ত্রী রামপদ জমাতিয়া, ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক টিংকু রায়, সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা।