খুব শীগ্রই চালু হবে আগরতলা-আখাউড়া রেল পরিষেবা। রবিবার নিশ্চিন্তপুর রেলস্টেশন পরিদর্শন শেষে এই কথা জানান,পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পরিদর্শনের পর টুইট করে তিনি বলেন, খুব শীঘ্রই আসতে চলেছে সেই মাহেন্দ্রক্ষণ! যার জন্য উন্মুখ হয়ে তাকিয়ে রয়েছেন কাঁটাতারের সীমান্তের দু’প্রান্তের মানুষ! শীঘ্রই চালু হয়ে যাবে আখাউড়া_আগরতলা রেলপথের মাধ্যমে দুই দেশের মধ্যে রেল যোগাযোগ। এই রেলপথ কাজের প্রকল্পটির মেয়াদ বাড়িয়ে ২০২৩ সালের জুন পর্যন্ত করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আখাউড়া হয়ে কলকাতা ও আগরতলা পর্যন্ত রেল সংযোগ স্থাপনের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের রেল যোগাযোগ চালু হবে। প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে প্রতিবেশী ২ দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণেও নতুন দ্বার উন্মোচিত হবে। ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক ও উপ-আঞ্চলিক কানেকটিভিটির ক্ষেত্রেও নতুন করিডোর স্থাপিত হবে। ফলে ২ দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।