কোর্টের নির্দেশে রাইয়াবাড়িতে উচ্ছেদিত ৬ পরিবারের পাশে জালাল!!
সমাজে এখনো জন্ম নেয় এমন হৃদয়বাণ মানুষ যারা নিজেদের চাইতেও অনেক বেশি অন্যের কথা ভাবে, অন্যের দুঃখে দুঃখ পায় ৷ এমনি এক গল্প জালালের ৷ নিজের চাইতেও বেশি বেদনা যে অন্যের জন্য অনুভব করে, এমন ব্যক্তিত্ব বর্তমান যুগে বিরল ৷
ভারতরত্ন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এ পি জে আব্দুল কালাম এবং ও রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে সমাজের জন্য কিছু কাজ করার প্রবণতা অনেক আগে থেকেই ছিল ‘জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনে’র চেয়ারম্যান আলি আশ্রব মিঞা ওরফে জালাল মিঞার ৷ দুঃস্থ ও আর্তের সেবায় নিজেকে নিয়োজিত রাখাই তাঁর মূল লক্ষ্য ৷
তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার বাগমা বিধানসভা কেন্দ্রের রাইয়াবাড়ি এলাকায় কোর্টের দ্বারা উচ্ছেদ হওয়া পরিবারের হাতে তাদের দুঃসময়ে বিপুল পরিমানে খাদ্য সামগ্রী মহিলাদের জন্য শাড়ি পুরুষদের জন্য লুঙ্গি, বাচ্ছাদের জামা কাপড় ইত্যাদি তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জালাল মিঞা ৷ পাশাপাশি ছোট শিশুদের খাবারের জন্য আর্থিক সাহায্যও করেন তিনি ৷ আট পরিবারের অসহায় মানুষ গুলি এই সামগ্রী গুলি পেয়ে চোখের জল ধরে রাখতে পারেনি ৷ কেউ খোলা আকাশের নীচে কেউ এই ভেঙে গুড়িয়ে দেওয়া ঘরের নীচেই তাদের কচিকাচা বাচ্চাদের নিয়ে জীবন যাপন করছেন ৷
তাদেরকে এইভাবে উচ্ছেদ করার বিষয়টি তাদের কাছে আচমকা কাল বৈশাখীর ঝড়ের মতো মনে হয়েছে ৷ তারা এক প্রকার দিশেহারা অবস্থায় আছেন বর্তমানে ৷ সরকারের সহযোগিতার আশায় প্রহর গুণছেন প্রতিটি পরিবার ৷ নইলে উদ্ভাস্তর মতো গাছের নীচে আশ্রয় নেওয়া ছাড়া তাদের কাছে কোনো উপায় থাকবেনা ৷
পাশাপাশি এদিন সমাজসেবী জালাল মিঞা, আগামীদিনেও এই অসহায় পরিবারগুলির পাশে থাকবেন বলে জানান ৷ ফাউন্ডেশনের চেয়ারম্যান জালাল মিঞা রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার কাছেও বিনম্র আবেদন করেন এই অসহায় পরিবার গুলিকে সাহায্য করার জন্য ৷