ফের চোখ রাঙাচ্ছে করোনা। এবার ভয় ধরাচ্ছে করোনার নতুন উপরূপ ‘বিএফ.৭’। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে করোনা মোকাবিলা করতে নেওয়া হয়েছে ব্যবস্থাপনা। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার পরিস্থিতি মোকাবেলার জন্য গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। রাজ্যগুলিকে পরিস্থিত মোকাবেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের নির্দেশ মত রাজ্য সরকার পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সচিবকে নির্দেশ দিয়েছেন। এর জন্য রাজ্যের স্বাস্থ্যকর্মী সহ সকল স্তরের কর্মীরা প্রশিক্ষিত। পরিস্থিতি মোকাবেলার জন্য রাজ্যে প্রয়োজনীয় পরিকাঠামো রয়েছে। রাজ্যের জনগণকে সচেতন থাকতে এবং বিধি নিষেধ মেনে চলতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।