কেন্দ্রীয় সরকারে নিযুক্ত ত্রিপুরা ক্যাডারের শীর্ষ আধিকারিকরা শুক্রবার তথা ৭ই এপ্রিল দিল্লীতে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্য সভার সাংসদ বিপ্লব কুমার দেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ৷ দিল্লীর বাসভবনে ঐতিহ্যবাহী রিশা ও ফুলের তোড়া দিয়ে তাদের অভ্যর্থনা জানান বিপ্লব কুমার দেব। ত্রিপুরার উন্নয়নে তাঁদের ভূমিকা অগ্রনী। তাঁদের সাথে উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানান বিপ্লব কুমার দেব। তারা প্রত্যেকেই রাজ্যের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ।