রাজ্যের সকল অংশের জনগনকে আরও বিপুলভাবে ভারতীয় জনতা পার্টির আদর্শ এবং বিচারধারায় উদ্বুদ্ধ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে শুক্রবার ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় বিজেপি ধর্মনগর মন্ডল কার্যকারিনী বৈঠক ৷
এদিন বৈঠকে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শ্যামল নাথ, জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমিত দে, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন এবং ধর্মনগর পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন মঞ্জু নাথ সহ সকল কার্যকর্তা এবং পদাধিকারিগন ৷ বৈঠকে সভাপতিত্ব করেন বিজেপি ধর্মনগর মন্ডল সভাপতি শ্যামল নাথ ৷ এদিন ভারতমাতা,শ্যামাপ্রসাদ মুখার্জি এবং দীনদয়াল উপাধ্যায় এর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য প্রদান এবং প্রদীপ প্রজ্জোলনের মাধ্যমে বৈঠকটির শুভ সূচনা করা হয় ৷
এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, বৈঠকে মূলত আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আগামীদিনে কি কি কর্মসূচী গ্রহন করা হবে, সেসব বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি ৷
এদিনের কার্যকারিনী বৈঠকে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় ৷