কৃষি ক্ষেত্রের উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দিয়েছে বর্তমান সরকার। এই লক্ষ্যে কৃষকদের আর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়নে অধিক নজর দেওয়া হয়েছে। কৃষকদের আর্থিক উন্নয়ন হলেই সমাজ ও দেশের উন্নয়ন হবে। আজ সিপাহীজলা জেলার মোহনভোগ কৃষি মহকুমার নলছড়ে নবনির্মিত ১ হাজার মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন ধান সংরক্ষণ গুদামের শুভ দ্বারোদঘাটন করে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি আরও বলেন, নবনির্মিত এই গুদামের মাধ্যমে উপকৃত হবেন এই এলাকার সমস্ত অংশের কৃষকগণ।