কৃষকদের মধ্যে কৃষি সমগ্রী বিতরণ !
ধলাই জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে বুধবার গন্ডাছড়া মহকুমা অন্তর্গত ষাট কার্ড টাউনহলে কৃষকদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ ৷ এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং, এম ডি সি ভূমিকানন্দ রিয়াং,বিশিষ্ট সমাজসেবী সমীর রঞ্জন ত্রিপুরা,বিকাশ চাকমা এবং দপ্তরের আধিকারিকগন ৷ এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এক হাজার একুশ জন কৃষকের হাতে কৃষি কাজের বিভিন্ন যান্ত্রাংশ, কিটনাশক,বীজ,সয়েল কার্ড তুলে দেন কৃষিমন্ত্রী সহ উপস্থিত ব্যক্তিরা ৷ সেই সাথে কৃষি কাজের অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ ৷