হাতে আর মাত্র কয়েকঘন্টা। তারপরেই রাজ্যে পদার্পণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকরা আসতে শুরু করেছে স্বামী বিবেকানন্দ ময়দানের উদ্দেশ্যে। ট্রেনে করে এসেছে কয়েক হাজার কর্মী। সকালে যোগেন্দ্রনগর রেল স্টেশনে ট্রেনে করে আগত কর্মীদের খোঁজখবর নিলেন সাংসদ প্রতিমা ভৌমিক। সঙ্গে ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। ষ্টেশনে আগত বিজেপি কর্মীদের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়েছিল। নিজের হাতে খিচুড়ি বিতরণ করেন সাংসদ। এরপর কার্যকর্তাদের সাথে খিচুড়ি খান তিনি।