কলেজ পড়ুয়া ছাত্রীকে ধর্ষন ত্রিপুরার আমতলীতে! পুলিশি তদন্তে আটক অভিযুক্ত! এলাকায় চাপা উত্তেজনা!!!
ত্রিপুরার আগরতলা সংলগ্ন বাধারঘাট রেলস্টেশন এলাকায় এক কলেজ পড়ুয়া ছাত্রীকে ধর্ষনের অভিযোগে গোটা এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে ৷ বর্তমানে ধর্ষিতা মেয়েটি সেখানকার জিবি হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁর অবস্থা গুরুতর হওয়াতে সে ঠিকমত কথাও বলতে পাড়ছেন না ৷ তবে পড়ুয়াটি কান্নাভেজা কন্ঠে জানায়, অন্যান্য দিনের মতো সে মঙ্গলবার সন্ধ্যায় কলেজ থেকে বাড়ি ফেরার পথে তাঁর পথ আগলে ধরে তাঁর পরিচিত গৌতম শর্মা নামে এক যুবক ৷ তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তাঁকে ফুঁসলিয়ে গাড়িতে তোলে আমতলী বাইপাস সড়ক এলাকায় পৌঁছলে, তাঁকে নির্যাতনতার সুযোগ নিয়ে গৌতম তাঁর মুখ চেঁপে দিয়ে গাড়িতেই জোড় পূর্বক তাঁকে ধর্ষন করে গাঁ ঢাকা দেয় ৷ পরে মেয়েটি কোনো মতে বাড়ি পৌঁছে সবকিছু খোলে বলেন নিজের মাকে ৷ এতে পরের দিন মেয়েটির মা গৌতম নামে ধর্ষনকারী যুবকের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত ইজাহার দায়ের করেন ৷ এ কান্ডে পুলিশ ভারতীয় দন্ডবিধি ৩৭৬ নং পক্স আইনে মামলাটি নথিভূক্ত করে তরিঘরি তদন্তে নেমে অভিযুক্ত গৌতম শর্মাকে গ্রেফতার করেন ৷ ধৃতকে বৃস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা জর্জ আদালতে প্রেরণ করা হলে মহামান্য আদালতের নির্দেশে তাঁর ঠাই হয় জেল হাজতে ৷ এ কান্ডে স্থানীয়রা অভিযুক্তের ফাঁসীর দাবী জানিয়েছেন ৷
এ কান্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে, বৃহস্পতিবার পুলিশ হেড কোয়ার্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো ভারতের গনতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য শাখার সদস্যরা ৷ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজ্যের নারী সংক্রান্ত অপরাধ বৃদ্ধির জন্য প্রশাসনিক ব্যর্থতা রয়েছে বলে দাবী জানালেন তারা ৷