কলকাতার মুকুটে জুড়লো নয়া পালক !!
ইতিহাস গড়ে গঙ্গা নদীর নীচে দিয়ে ছুটল মেট্রো ট্রেন ৷ ভারতে প্রথম বার ২৪ অক্টোবর, ১৯৮৪ সালে মেট্রোর চাকা গড়িয়েছিল কলকাতার এক্সপ্লেনেড মেট্রো স্টেশন থেকে ভবানীপুর পর্যন্ত ৷ এবারও এই কলকাতা মহানগরেই প্রথম জলের নীচ দিয়ে চলল মেট্রো ট্রেন ৷ ১২ই এপ্রিল বুধবার ১১টা ৫২ মিনিট নাগাদ মেট্রোর দুটি রেক গঙ্গার নীচে ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথ দিয়ে পৌঁছলো হাওরা ময়দানে ৷ বহু প্রতীক্ষীত এই সুড়ঙ্গ পথে মেট্রোর পরীক্ষামূলক প্রস্ততি পর্ব সম্পন্ন হল ৷