কর্ণকার পাড়ায় জলের জন্য হাহাকার!!!
জল সংকটে ভুগছে পেঁচারথল বিধানসভার দক্ষিণ ধনীছড়া এলাকার কর্ণকার পাড়ার বাসিন্দারা ৷ জল যন্ত্রনায় রীতিমত অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকার বাসীন্দারা ৷ তাদের অভিযোগ দীর্ঘ বছর ধরে এই এলাকায় নেই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা ৷ শেষ বিধানসভা নির্বাচনের আগে এলাকায় একটি পাম্প মেশিন বসানো হয়, যদিও তা এখনো চালু হয়নি ৷ জলকষ্টে অতিষ্ঠ হয়ে অবৈধ পথ অবলম্বন করে হুক লাইনের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ নিয়ে পাম্প চালাচ্ছেন ভুক্তভোগী জনগন ৷ এলাকার মন্ত্রী সহ দপ্তরকে বার বার জানানোর পরও তাঁদের সমস্যায় আঙ্গুল দিচ্ছেনা কেউই ৷ বাম আমল পেড়িয়ে রাম আমলে বিগত পাঁচ বছরেরও বেশি সময় অতিক্রান্ত, জল যন্ত্রনা থেকে মুক্তি পায়নি এলাকার মানুষ ৷ সংশ্লিষ্ঠ দপ্তর থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত সব জেনেও কেউ কিছুই করেননি ৷