করিমগঞ্জ থেকে ত্রিপুরায় পাচারের পথে ত্রিপুরার চুড়াইবাড়িতে জব্দ বোলেরো বোঝাই ৬ কোটি টাকার নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, আটক তিন!!
করিমগঞ্জ থেকে পাচারের পথে ত্রিপুরা চুড়াইবাড়িতে ধরা পড়লো বোলেরো গাড়ি বোঝাই প্রায় ছয় কোটি টাকার নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট ৷ এতে আটক করা হয়েছে গাড়ির চালক সহ তিনজন কে ৷ এ মর্মে উত্তর ত্রিপুরা জেলার তৎপর পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান,যে গোপন সূত্রের ভিত্তিতে পুলিশের নাকা চ্যাকিং-এ ড্রাগস সহ পাচারকারীরা ধরা পরে ৷ তিনি আরো জানান, শুক্রবার রাতে পুলিশের কাছে আগাম খরব ছিল যে ত্রিপুরার সোনামুড়া এলাকার একটি নেশা পাচারকারী দল লাগুয়া অসম রাজ্যের করিমগঞ্জ জেলার একটি স্থান থেকে সর্বনাশা ড্রাগস সংগ্রহ করে ত্রিপুরায় পৌছুঁবে ৷ পরে তাঁরা ড্রাগস গুলো অন্যত্র পাচারের মতলবে ছিল ৷ এমন খবরে পুলিশ তৎপর হয়ে উঠে ৷ শনিবার কাকভোরে TR01F2938 নম্বরের বোলেরো গাড়িটি অসম সীমান্ত টপকে ত্রিপুরা চুড়াইবাড়ি থানার সামনে পৌছুঁলে গাড়িটিতে তল্লাশি চালায় কর্তব্যরত পুলিশ ৷ এতে বোলেরো গাড়ির নীচের অংশের একটি বিশেষ ক্ষোপ থেকে বিভিন্ন প্যাকেটে সাত হাজার নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়, যার কালোবাজারের মূল্য আনুমানিক ছয় কোটি টাকার মতো হবে ৷ এই কান্ডে গাড়ির চালক সহ অন্য দুই পাচারকারীকে আটক করা হয়েছে ৷ তাঁদের নাম যথাক্রমে শুভঙ্কর দেবনাথ,ইদ্রিস আলী এবং রজত পাল ৷ ধ্রীতদের প্রত্যেকের বাড়ি ত্রিপুরার সোমামুড়া এলাকার ধনপুরে ৷ এদের বিরুদ্ধে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷