করমন্ডল দুর্ঘটনায় শোকাগ্রস্থ প্রধানমন্ত্রী ৷
দুর্ঘটনাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ বিকেল পৌনে ৪ টা নাগাদ ওড়িশার বালেশ্বর পৌঁছান তিনি ৷ ঘুরে দেখেন দুর্ঘটনাস্থল ৷ হাসপাতালে আহতদের সাথে দেখাও করেন তিনি ৷ শুক্রবার সন্ধ্যের দুর্ঘটনার পর পরই ট্যুইট করে শোক প্রকাশ করেছিলেন তিনি ৷
রেলের তরফ থেকে আগেই জানানো হয়েছে ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত হবে ৷ ইতিমধ্যেই নিহতদের পরিবার এবং আহতদের ক্ষতিপূরণও ঘোষণা করা হয়েছে রেলের তরফে ৷
শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর এক্সপ্রেস ৷ একই সঙ্গে দুর্ঘটনাগ্রস্থ হয় একটি মাল গাড়িও ৷ এই ৩ ট্রেনের দুর্ঘটনায় ওড়িশার বালেশ্বর এখন মৃত্যুপুরী ৷ রেল দুর্ঘটনায় উদ্ধার কাজ এবং আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে ৷