কমিউনিস্ট হচ্ছে মানুষকে গরীব বানানোর যন্ত্র। এরা মানুষকে গরীব বানিয়ে রেখে রাজনীতি করে। আমরা ভিশন ডকুমেন্টে বলেছিলাম ঘরে ঘরে রোজগার দেবো। বর্তমান সরকারের সময়ে প্রায় পাঁচ লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে। রবিবার “ঘরে ঘরে বিজেপি” অভিযানের অঙ্গ হিসেবে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব।