কমিউনিস্টরা মানুষকে গরিব বানিয়ে রাখার যন্ত্র ছিল l উন্নয়নের প্রশ্নে রাজ্যের মানুষের ভাগ্য উপেক্ষিত হয়ে এসেছে l রাজ্যে বহুবিধ বাণিজ্য সম্ভাবনার প্রসারে শিল্প নগরী রূপে সাব্রুমে লজেষ্টিক হাব, স্পেশাল ইকোনোমিক জোন সহ একাধিক প্রকল্প বাস্তবায়নের কাজ রূপয়িত হয়েছে l রাজনৈতিক রং বিচারে সংকীর্ণ স্বার্থে বিগত দিনে প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে রাখা হয়েছিল l সাব্রুমে সুশাসন সভা থেকে এভাবেই পূর্বতন বাম সরকারকে তীব্র আক্রমণ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি বলেন। ২০১৮ সালের নির্বাচনে শুধুই রাজনৈতিক নয় বরং ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তনের পথ প্রসস্থ হয়েছে l কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ মানুষ পেলে প্রধানমন্ত্রীর প্রতি মানুষের অনুগত্য তৈরী হলে, রাজনৈতিক স্বার্থ বিঘ্নিত হওয়ার আশংকায় মানুষকে বঞ্চিত করে রাখা হতো l কিন্তু বর্তমানে প্রতি ব্যক্তির সমস্ত অধিকার সুনিশ্চিত হচ্ছে l