কমলপুর ভারত-বাংলা সীমান্ত বাজার নির্মানের কাজটি দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল,১৮ই এপ্রিল মঙ্গলবার সেই সীমান্তবর্তী স্থান পরিদর্শন করেন TIDC এর চেয়ারম্যান নবাদুল বনিক ৷ এদিন উপস্থিত ছিলেন কমলপুর বিধানসভার বিধায়ক মনোজ কান্তি দেব, সুরমা বিধানসভার বিধায়িকা সপ্না দাস সহ মহকুমা শাসক,ব্লক চেয়ারম্যান, পুলিশ আধিকারিক, বিএসএফ আধিকারিক, TIDC এর আধিকারিকগন এবং ঠিকাদারগন ৷
পরিদর্শন শেষে মহকুমা শাসক অফিসে আলোচনাক্রমে অতি দ্রুত কাজ সম্পন্নের লক্ষ্যে প্রসাশন ও ঠিকাদারদের নির্দেশ দেন TIDC এর চেয়াম্যান নবাদল বনিক ৷