ককবরক সাহিত্য সভার ৫৩তম বার্ষিক সম্মেলন শুরু হলো আগরতলায় কৃষ্ণনগর সুপারিবাগানস্থিত , দশরথ দেব সংস্কৃতি ভবনে। আগামীকালও চলবে এ আয়োজন। আজ উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিশিষ্ট ও বরেণ্য সাহিত্যিক নন্দকুমার দেববর্মা, ককবরক সাহিত্য সভার সভাপতি বিকাশ রাই দেববর্মা, সাধারণ সম্পাদক রমেশ দেববর্মা।
ভাষণ পর্ব ও বাইট অনিমেষ দেববর্মার