কংগ্রেস ও কমিউনিস্টদের পর্দার আড়ালের মিতালি, দীর্ঘ সময় যাবদ ত্রিপুরার ভাগ্যকে উপেক্ষিত করেছে l রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রেস থাকলে, ২০১৮ সালের নির্বাচনেও কমিউনিস্টদের উৎখাত করে পরিবর্তন সম্ভব হতো না l বিজেপির আপোষহীন প্রচেষ্টায় শুধুই ক্ষমতার বদল নয়, মোদীজির নেতৃত্বে সমাজ পরিবর্তন সম্ভব হচ্ছে l ফটিকরায় মন্ডলের অন্তর্গত সুবিশাল বিজয় সংকল্প ৱ্যালিতে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন সাংসদ বিপ্লব কুমার দেব।