ওডিশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা!! লাইনৌচ্যুত করমন্ডল এক্সপ্রেস, মৃতের সংখ্যা বাড়ছে ক্রমশ, আহত অগণ্য
লাইনচ্যুত করমন্ডল এক্সপ্রেস ৷ শালিমার থেকে চেন্নাইগামী এই ট্রেনটি ওডিশার বালেশ্বরের কাছে দুর্ঘটাগ্রস্থ হয়েছে ৷
বড়সড় দুর্ঘটনার কবলে করমন্ডল এক্সপ্রেস ৷ জানা গেছে, দক্ষিণ-পূর্ব রেলের ওডিশার বালেশ্বর স্টেশনের কাছে এই ট্রেনের একাধিক কামরা লাইনচ্যুত হয়েছে ৷ বেশ কিছুক্ষণ ধরে আটকে রয়েছে শালিমার থেকে চেন্নাইগামী এই ট্রেনটি ৷ রিলিফ ভ্যান ঘটনাস্থলে এসে পৌঁছোছে ৷ জানা গেছে, দক্ষিণ-পূর্ব রেলের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ মৃতের সংখ্যা বাড়ছে ক্রমশ, আহত অগণ্য ৷
একটি মালগাড়ি এবং এক্সপ্রেস ট্রেনটি একই লাইনে কোনওভাবে চলে এসেছিল ৷ কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে ৷ খড়গপুর থেকে রেল আধিকারিকদের একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছোয় ৷ জানা গিয়েছে, তিনটি বাদে করমন্ডলের বহু বগিই লাইনচ্যুত হয়েছে ৷
দুর্ঘটনাগ্রস্থ হয়েছে ১২৭৮৪১শালিমার-চেন্নাই করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে ৷ শুক্রবার সন্ধ্যা ৭ টা বেজে ৮ মিনিট নাগাদ প্রথম এই খবর আসে ৷ জানা গেছে, সকাল ৯ টা বেজে ১৫ মিনট নাগাদ ট্রেনটি শালিমার স্টেশন থেকে ছাড়ে ৷ বালেশ্বরের বাহানাগা স্টেশনের কাছে এই ট্রেনটি দ্রুত গতিতে সামনে থেকে আসা একটি মালগাড়ির উপর উঠে পড়ে ৷ এক্সপ্রেসটির ইঞ্জিন মালগাড়ির উপর উঠে গিয়েছে বলে খবর ৷ স্থানীয়রাই প্রথম উদ্ধার কাজে হাত লাগায় ৷ পরে স্থানীয় পুলিশ প্রশাসনও এলাকায় ছুটে যায় ৷
স্থানীয়দের দাবি ট্রেনের গতি এতটাই বেশি ছিল যে মালগাড়ির উপর এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন উঠে যায় ৷ যাত্রীদের নিরাপদে বের করার ক্ষেত্রে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছিলো উদ্ধারকারী দল ৷ রাতভর চলছিলো উদ্ধার কাজ ৷