শুক্রবার সকালে ওএনজিসি- এসেট অডিটোরিয়াম হলে এবং ওএনজিসি মহিলা সমিতির বেস অফিস কপ্লেক্সে “ওএনজিসি এমপ্লোয়িজ ইউনিয়ন অফ ত্রিপুরা” এর “প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৩” উপলক্ষ্যে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৷
এদিন মঙ্গল প্রদীপ প্রজ্জোলনের মাধ্যমে উক্ত শিবিরের শুভ উদ্বোধন করা হয় ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী,মেয়র দীপক মজুমদার,সমাজসেবী রাজীব ভট্টাচার্য, ১৪ বাধারঘাট কেন্দ্রের বিধায়িকা মীনা রানী দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, ওএনজিসির এক্সিকিউটিভ ডিরেক্টর তরুন মল্লিক সহ আরো অন্যান্য অথিতিরা ৷
আয়োজকদের এই মহতী উদ্যোগের ফলে এদিন উপস্থিত অতিথিরা জানান যে উনারা অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছে, আগামীদিনেও এই রক্ত স্বল্পতা দূর করতে বিভিন্ন সামাজিক কর্মচারী সংগঠন এবং অন্যান্য সংস্থা এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় বর্তমান ব্লাড ব্যাঙ্কগুলির রক্ত যোগান অনেকটাই স্বাভাবিক হয়ে উঠবে ৷