“PM SHRI আরুন্ধতীনগর ইংরেজি মাধ্যম স্কুলে অনুষ্ঠিত হল ‘নাগরিকত্ব দক্ষতা, সাংবিধানিক মূল্যবোধ ও ভারতের জ্ঞান’ বিষয়ক এক বিশেষ কর্মশালা। ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ।” 1 month ago
মেলাঘর থানার ওসি জয়ন্ত দাস দায়িত্ব পাওয়ার পর আজকে প্রথম শিবনগর চর এলাকায় খাস জাগাতে ৬৫ হাজার গাজা নার্সারি ধ্বংস করা হয়। সবেমাত্র মেলাঘর থানায় যোগদান করলেন অমরপুর বীরগঞ্জ থানা থেকে মেলাঘর থানার ওসি জয়ন্ত দাস। 1 month ago