এবার মন্দির নির্মানের জন্য জমি দান করে এক মহৎ কাজের দৃষ্টান্ত তৈরি করলেন উত্তর জেলার চাঁনপুর এলাকার এক ব্যাক্তি ৷
মঙ্গলবার ২রা মে উত্তর জেলার অন্তর্গত বাগবাসা বিধানসভার চাঁনপুর গ্রামের বাসিন্দা বিশ্বজিত মালাকার নামে এক ব্যাক্তি মন্দির নির্মানের জন্য স্বেচ্ছায় এক কানি জায়গা দান করেন উত্তর জেলা অন্তরাষ্ট্রীয় হিন্দু সেনার নিকট ৷ ওই দানকৃত জায়গায় প্রভু রামের মন্দির নির্মানের আর্জি রেখেছে দানি ব্যাক্তি বিশ্বজিত মালাকার ৷ মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মহতী কাজ সম্পণ্য করেন তিনি ৷
এদিন এলাকাবাসী ছাড়াও উপস্থিত ছিলেন অন্তরাষ্ট্রীয় হিন্দু সেনার প্রদেশ সভাপতি অতনু ভট্টাচার্য্য, অন্তরাষ্ট্রীয় হিন্দু সেনার জেলা সম্পাদক অনুপম দেবনাথ, জেলা কার্যালয়ের প্রমুখ ভরত নাথ, বাগবাসা অন্তরাষ্ট্রীয় হিন্দু সেনার মন্ডল সভাপতি সুকান্ত ভট্টাচার্য্য, মন্ডল সম্পাদক রত্নদ্বীপ দে এবং মন্ডল সুরক্ষা প্রমুখ স্বপন দাস সহ আরো অন্যান্যরা ৷
জমিদান প্রসঙ্গে বিশ্বজিত মালাকার জানান, জমি ক্রয় করার পর থেকেই তাঁর ইচ্ছা ছিলো কোনো সংস্থাকে মন্দির নির্মানের জন্য তিনি এক কানি জমি দান করবেন, আজ তাঁর সেই ইচ্ছা পূরণ হল ৷