সোমবার প্রয়াত মন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানানো হয় রাজধানী আগরতলায়। এদিন প্রয়াত এন সি দেব্বর্মার মরদেহ তাঁর আগরতলা স্থিত বাসভবন থেকে প্রথমে নিয়ে যাওয়া হয় অল ইন্ডিয়া রেডিও সেন্টারে। সেখানে উপস্থিত প্রত্যেকেই প্রয়াত মন্ত্রীকে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেখান থেকে সরাসরি নিয়ে যাওয়া হয় বিধানসভায়। সেখানে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, মুখ্য সচেতক কল্যানী রায়,কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, আইপিএফটি বিধায়করা সহ অন্যান্য বিধায়করা অন্তিম শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মরদেহকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় মহাকরণে। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, কৃষি ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মুখ্যসচিব জে.কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্যরা ফুল দিয়ে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে উপস্থিত প্রত্যেকেই গভীর শোক প্রকাশ করেছেন এবং প্রয়াত মন্ত্রীর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এদিন আগরতলার অন্তিম শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াত মন্ত্রীর মরদেহ নিয়ে যাওয়া হয় উনার পৈতৃক ভিটে বাড়ি মহারানীতে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায়।