বৃহস্পতিবার কেরচৌমূহনী স্থিত সাউথ ইন্ডিয়ান ব্যাংকের রামনগর শাখার ATM মেশিন উদ্বোধন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে উপস্থিত ছিলেন ব্যাংকের গৌহাটি ক্লাস্টার হেড ম্যানেজার ডেইন ম্যাথিউ। ফিতা কেটে ATM মেশিন কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র সহ উপস্থিত ব্যাংক আধিকারিকরা । এরপর ATM মেশিন থেকে কার্ড অ্যাকসেস করে টাকা তুললেন মেয়র । এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান , বর্তমান আধুনিক যুগে এটিএম মেশিন অপরিহার্য অঙ্গ । অত্যাধুনিকমানের এটিএম মেশিন স্থাপন করার জন্য সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কের কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি গ্রাহকদের সঠিক পরিষেবা দেওয়ার জন্য ব্যাংক কর্মকর্তাদের কাছে আহ্বান রাখেন তিনি