স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটির পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামে ত্রিপুরার বীর শহীদ সেনানিদের শ্রদ্ধা ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি পি আই এম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন , কংগ্রেস নেতা আশীষ সাহা আর এস পি সি ,পি আই নেতৃত্ব সহ অন্যান্যরা। নির্বাচনের আগে অরাজনৈতিক মঞ্চে জিতেন চৌধুরী ও সুদীপ রায় বর্মণকে দেখা গেল গোপনে বেশ কিছু কথা বলতে। কিন্তু কি নিয়ে কথা হয়েছে সেই বিষয়ে জানা যায়নি।