একের পর এক নেশাবিরোধী অভিযানে সাফল্য পাচ্ছে উত্তর জেলার বিভিন্ন থানা ৷ ভানুপদ চক্রবর্তী উত্তরজেলার পুলিশ সুপারের চেয়ারে বসতেই মাদক পাচারকারী থেকে মাদক ব্যবসায়ীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে ৷ শনিবার কাকভোরে চুড়াইবাড়িতে ৬ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ১৫ ঘন্টার মাথায় পানিসাগর থানাধীন দক্ষিণ পদ্মবিল এলাকা থেকে ৬ প্যাটেক হেরোইন সমেত এক মাদক ব্যবসায়ীকে জালে তোলে পুলিশ ৷ ধৃত মাদক ব্যবসায়ী দক্ষিণ পদ্মবিল গ্রামপঞ্চায়েতের ৫নং ওয়ার্ডের বাসীন্দা কোমল নাথ ৷ শনিবার আনুমানিক রাত ৯ টা নাগাদ কোমলের বাড়িতে অভিযান চালালে ৬টি সাবানের বাক্সে মোড়া ৬ প্যাকেট হেরোইন সমেত তাঁকে গ্রেফতার করা হয় ৷ ৬ প্যাকেটে মোট ৮৫ গ্রাম হেরোইন মজুদ রয়েছে বলেই জানান তিনি ৷ বর্তমানে ধৃত পাচারকারী পানিসাগর থানার পুলিশ হেফাজতে রয়েছে ৷ তাঁকে থানায় আটকে জোড় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ৷