গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা , বেকারদের কর্মসংস্থান ,১০৩২৩ শিক্ষকদের স্থায়ী সমাধান সহ একাধিক দাবিতে মিছিল ও সভা করল সিপিআইএম ঢুকলি মহকুমা কমিটি। ড্রপ গেট থেকে এদিন মিছিলটি শুরু হয়ে হাঁপানিয়া চৌমুহনীতে গিয়ে জমায়েত হয়। সেখানে সভা অনুষ্ঠিত হয়।