গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নম্বরবিহিন একটি স্কুটি সহ ৯০ কেজি গাঁজা উদ্ধার করলো খোয়াই থানার পুলিশ ৷ শনিবার গভীর রাতে খোয়াই থানার ওসি রাজকুমার জমাতীয়ার নিকট খবর আসে খোয়াই বাইজালবাড়ি ফাড়ী থানার অন্তর্গত খ্যাংড়াবাড়ি এলাকার জঙ্গলে বেশ কয়েকজন লোক বস্তায় করে গাঁজা মজুত করছে পাচারের জন্য ৷ খবর পেয়ে খোয়াই থানার ওসি রাজকুমার জমাতীয়া বাইজালবাড়ি ফাড়ী থানার ওসি রথীন দেববর্মার সাথে জঙ্গলে সাদা পোষাকে উৎ পেতে বসে ৷ রবিবার সকালে কয়েকজন যুবক স্কুটি নিয়ে জঙ্গলে আসে গাঁজার বস্তা নেওয়ার জন্য ৷ তখনেই উৎ পেতে থাকা সাদা পোষাকের পুলিশ হানা দেয় এবং নম্বরবিহিন একটি স্কুটি সহ চার বস্তায় মোট ৯০ কেজি গাঁজা আটক করতে সক্ষম হয় ৷ অন্যদিকে পুলিশ হানা দেওয়ার বিষয়টি আঁচ করতে পেরে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ৷ ফলে কাউকেই আটক করা সম্ভব হয়নি ৷