মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর, প্রায় এক বছরের ব্যবধানে হাঁপানীয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে একটি শিশুর Oral Cystic Lesion অস্ত্রোপচার করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। টুইট করে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন এই কথা। তিনি বলেন, বেশ কিছুদিন পর হলেও তেমন কোন অসুবিধা হয়নি। পুরানো সহকর্মীদের উপস্থিতিতে সম্পূর্ণ আগের মতই লেগেছে সবকিছু। অস্ত্রোপচারের পর বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছে সুকান্ত ঘোষের পুত্র সন্তান ১০ বছর বয়সের অকসিত ঘোষ।