” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহ ত্রিপুরাবাসীকে বলেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে সুশাসন দেবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বেকার সমস্যার সমাধান হবে, মিসড কলে চাকরি হবে, ৭ম পে কমিশন লাঘু হবে, রেগার কর্মচারীদের দৈনিক ভাতা ৩৪০ টাকা হবে কিন্তু একটাও প্রতিশ্রুতি তারা পালন করেনি। আজকে ত্রিপুরা ৯ লক্ষ বেকার, এবং এই বেকার সমস্যার সমাধান করতে হলে ত্রিপুরায় শিল্প প্রতিষ্ঠান করতে হবে। একটা প্রতিশ্রুতিও বিজেপি সরকার পালন করেনি, বরঞ্চ দিনের পর দিন মিথ্যে কথা বলে গিয়েছে, গ্যাস, পেট্রোল সব কিছুর দাম বেড়ে গিয়েছে। গুন্ডা, বাইক বাহিনীদের কাজে লাগিয়ে তারা ক্ষমতায় আসার চেষ্টা করছে।” বিলোনিয়ায় পথসভা থেকে এভাবেই রাজ্য সরকারকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। শুক্রবার দক্ষিণ ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিলোনিয়া ১ নং টিলা বাজারের নিকট এক পথসভার আয়োজন করা হয়েছে। পাশাপাশি, এদিন গরীব দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ অনান্যরা। সভায় বি.সি নগর আর ডি ব্লকের ২৬টি পরিবার বিভিন্ন দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।