এএমসির কনফারেন্স হলে মঙ্গলবার বর্তমানে রাজ্যে এইচআইভি/এইডসের পরিস্থিতি নিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার,ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ পুর নিগমের অন্যান্য কর্পোরেটরদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুর নিগম এলাকায় এইডস প্রতিরোধে পুর কর্পোরেটরদের আর ও সক্রিয় ভূমিকা পালন করা নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা হয়।