“উৎসব একলার নহে মিলনের মধ্যেই সত্যের প্রকাশ ৷ সেই মিলনের মধ্যেই সত্যকে অনুভব করা উৎসবের সম্পূর্ণতা”
ত্রিপুরার অন্যতম জনজাতি গোষ্ঠী চাকমা সম্প্রদায়ের বর্ষবিদায় অনুষ্ঠান তথা বিজু উপলক্ষে গতকাল আগরতলার , স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত তিন দিন ব্যাপী ৪৯ তম রাজ্যভিত্তিক বিজু মেলার উদ্বোধন করেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফ.ডঃ মানিক সাহা ৷
উদ্বোধনী পর্বের পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ৷ ওইদিন মঞ্চে উপস্থিত ছিলেন শিল্প ও বানিজ্য মন্ত্রী সান্তনা চাকমা, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, বিজু মেলা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান বিধায়ক শম্ভু লাল চাকমা, ৪৯ তম রাজ্যভিত্তিক বিজু মেলা কমিটির সভাপতি তুষার কান্তি চাকমা সহ বিশিষ্ট ব্যাক্তিগন ৷ এই অনুষ্ঠানে থাকতে পেরে মুখ্যমন্ত্রী প্রফ ডঃ মানিক সাহা সহ অন্যান্যরাও আপ্লুত।মুখ্যমন্ত্রী বলেন মেলাই হল সকলের মিলবন্ধন, আর জাতি উপজাতি সকলের মধ্যে এই মিলবন্ধন যাতে আরো সূদৃঢ় হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি হবে।