রাজ্য হাসপাতাল গুলিতে রক্তের সংকট নিরসনে গোটা রাজ্য জুড়ে উৎসবের মেজাজে রক্তদান শিবির আয়োজন হচ্ছে প্রায় প্রতিদিনই। রবিবারও আগরতলাসহ রাজ্যের বিভিন্ন মহকুমায় একাধিক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। এদিন আগরতলায় বিলোনীয়া টুগেদারনেস এর উদ্যোগে মেগা রক্ত দান শিবির অনুষ্ঠিত হয়েছে টিআরটিসি কমপ্লেক্সে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন আই এম এ হাউসেও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। রক্তদান শিবির হয়েছে নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের মাঠেও।