আসন্ন দূর্গা পূজার আগে টেট উত্তীর্ণদের নিয়োগের দাবিতে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার সাথে দেখা করলেন তাদের এক প্রতিনিধি দল। সোমবার সকালে উপমুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে যান টেট উত্তীর্ণরা। পরবর্তী সময়ে তাঁদের এক প্রতিনিধি দল গিয়ে কথা বলেন উপমুখ্যমন্ত্রীর সাথে। সাক্ষাৎ করার পর প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন যে আলোচনা ইতিবাচক হয়েছে। এবং উপমুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করার পর তাঁরা অনেকটাই আশাবাদী। অপরদিকে উপমুখ্যমন্ত্রী জানিয়েছেন এই বিষয়টি দেখা হচ্ছে। খুব দ্রুত এই সমস্যার সমাধান ঘটবে ।