উপজাতিরা হলো প্রকৃতি অনুপ্রবেশকারি সাংবাদিক সম্মেলনে জানান আমরা বাঙালী দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল।।। পাশাপাশি তিপরা মথার দলের বিরুদ্ধে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করে ।।। আগামী দিনে বাঙালীদের অস্তিত্ব রক্ষার জন্য আন্দোলনের চরম সিমা অতিক্রমও করতে পারে হুশিয়ারী দেয় আমরা বাঙালী দল ।।