উন্নয়নের লক্ষ্যে ওয়ার্ড এলাকা পরিদর্শন করলেন মেয়র!
আগরতলা পৌর নিগমের ৩১ নং ওয়ার্ডে বিভিন্ন সমস্যা রয়েছে ৷
রয়েছে জলের সমস্যা, এসব সমস্যা নিরসণের উদ্যোগ নিলো আগরতলা পৌর নিগম ৷
সোমবার ওয়ার্ডের কাউন্সিলর সুখময় সাহা এবং এলাকার সমাজসেবী তথা বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য্যকে সাথে নিয়ে ৩১ নং ওয়ার্ডের একাধিক এলাকা যেমন প্রফেসর পাড়া, গান্ধী স্কুল সংলগ্ন এলাকা ইত্যাদি ঘুরে দেখলেন মেয়র দীপক মজুমদার ৷
এদিন এলাকার মানুষের সাথে কথা বলে এবং বিভিন্ন সমস্যাগুলি চিহ্নিত করার মাধ্যমে প্রতিকারের উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন মেয়র ৷