উদয়পুর -শ্রীমন্তপুর ৮ নং জাতীয় সড়কের ১৩.২ কিমি (২ লেইন) বর্ধিত অংশের অনুমোদন প্রদান করেছেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিতিন গরকরি। টুইট করে একথা জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। টুইটে তিনি লেখেন, যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জী’র মার্গদর্শনে ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন ও যোগাযোগে এই সড়ক বিশেষ গুরুত্ববহন করবে।