শনিবার সকালে রেল লাইন থেকে উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা বাজার সংলগ্ন রেল ব্রিজ এলাকায় । লোকজন প্রত্যক্ষ করে রেললাইনে একটি ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে রয়েছে। পরবর্তীতে ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামুড়া রেল পুলিশ’কে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তেলিয়ামুড়া রেল পুলিশ। জানা গেছে, এটি তেলিয়ামুড়া থানাধীন নেতাজি নগর এলাকার বাসিন্দা রাজদীপ রায়ের মৃতদেহ। পরবর্তীতে পরিবারের লোকজন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং কান্নায় ভেঙ্গে পরে।